অফপেজ এসইও কি
অফপেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইট এর বাহিরে মানে এক্সটারনাল্লি যেই কার্যাবলি সমূহ করার মাধ্যমে ওয়েবসাইট কে কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের ( Google) এর মত আরো যত সার্চ ইঞ্জিন আছে তার প্রথম পেজের উপরের সারিতে নিয়ে আসা যায় তাকেই অফ-পেজ এসইও বলা হয় । অনেকে অভিমত হচ্ছে লিঙ্ক বিল্ডিং করাই হচ্ছে সাথে অফ-পেজ এসইওকে কিন্তু সত্যিকার অর্থে এর পরিধি অনেক বেশি । আপনি যদি অনফেজ এসইও সম্পর্কে জানতে চান তাহলে আমার লেখা এই আর্টিকেল টি পড়তে পারেন অনফেজ এসইও
ব্যাকলিংক কে কেন অফপেইজ এসইও এর প্রাণ বলা হয়
ব্যাকলিংককে হচ্ছে অফসাইট এসইও এর প্রাণ কেননা ইহা করার মাধ্যমে ডোমেইন অথোরিটি বৃদ্ধি পায় । কনটেন্টের লিখার পর তার মান যাচাই করার জন্য গুগুল ব্যাকলিংক চেক করে থাকে । সমমানের দুইটি কনটেন্টের মধ্যে যেই লিখার কোয়ালিটি বেশি এবং যার ব্যাকলিংক বেশি হয়ে থাকে গুগল অগ্রাধিকার দেয়।