অ্যানিমেশন কী:
অ্যানিমেশন শব্দের বাংলা অর্থ সজীবতা। এই কথাটি এসেছে ল্যাটিন শব্দ 'অ্যানিমা' থেকে যার বাংলা অর্থ হলো আত্মা। কোন স্থীর চিত্র বা চরিত্র এঁকে তাকে জীবন্ত করে তোলার নামই হলো অ্যানিমেশন। সেই স্থীর চিত্র বা চরিত্রটি হতে পারে কোন মানুষ বা কোন জীব জন্তু বা হতে পারে পৃথিবীর যে কোন বস্তুর। অর্থাৎ কোন প্রানহীন বস্তু তে প্রান সঞ্চার করে তাকে জীবন্ত করে তোলা যা মানুষের বিনোদনের এক অনন্য সৃষ্টি।