অ্যডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার এ বিদ্যমান টুল বক্সের টুল সমূহের মাধ্যমে নানা রকম ডকুমেন্ট তৈরি করা যায়। যেমনঃ টেক্সট বক্স, পিকচার বক্স, লাইন আর্ট, টেক্সট পাথ ইত্যাদি বিভিন্ন রকম কাজ করা যায়। আপনি যে কোন একটি টুল সিলেক্ট করলে বুঝতে পারবেন আপনার চলমান ডকুমেন্টে কোন কাজটি করার সুযোগ রয়েছে।